Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ভোট স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ভোট স্থগিত

ঢাকা : ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোট স্থগিত করেছেন।পার্লামেন্টের ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কা বেশি থাকার কারণেই তেরেসা ভোট পিছিয়ে দিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে (ব্রেক্সিট) খসড়া চুক্তি যুক্তরাজ্য বাতিল করতে পারবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)। সোমবার ইসিজে এ সংক্রান্ত একটি রুলে জানানো হয়েছে- এ ক্ষেত্রে ইইউর অন্য ২৭ সদস্য রাষ্ট্রের অনুমোদন নেয়ারও প্রয়োজন হবে না যুক্তরাজ্যের।

দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে’র খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির ঠিক একদিন আগে এ সিদ্ধান্ত জানানো হল। ইইউর অন্য সদস্যের অনুমতি ছাড়াই যুক্তরাজ্য ব্রেক্সিট সিদ্ধান্ত বাতিল করতে পারবে কি না তা জানতে চেয়ে ইসিজের রুলিং চেয়েছিলেন ব্রেক্সিটবিরোধী একদল রাজনীতিক।

এর পরিপ্রেক্ষিতে এ রুল দিল ইইউ আদালত।

মঙ্গলবার পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির ওপর এমপিদের ভোটাভুটির কথা ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer