Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু

ঢাকা : ব্রিটেনের পার্লামেন্ট স্থগিত রাখার বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে সুপ্রিম কোর্টে গতকাল শুনানি শুরু হয়েছে। আগামী শুক্রবার আদালত রায় ঘোষণা করতে পারে। সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিলে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে। খবর বিবিসির।

পার্লামেন্ট অধিবেশন স্থগিতকে গত সপ্তাহে বেআইনি বলে রায় দেয় স্কটল্যান্ডের সর্বোচ্চ আদালত। এর আগে লন্ডনের হাইকোর্ট প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতকে বৈধ বলে রায় দেয়। গতকাল এই দুই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।

আরও পড়ুন: আত্মহত্যা ঠেকানোর জন্য বিভিন্ন দেশ কীটনাশক নিষিদ্ধ করেছেআত্মহত্যা ঠেকানোর জন্য বিভিন্ন দেশ কীটনাশক নিষিদ্ধ করেছে

আদালতে শুনানিতে সরকারবিরোধীরা বলছেন, ব্রেক্সিট পরিকল্পনায় এমপিদের বাধা হিসেবে দেখেন বলেই প্রধানমন্ত্রী পার্লামেন্ট স্থগিত করেছেন। সরকারপক্ষ বলছে, পার্লামেন্ট স্থগিত করার ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে। সেটা রাজনৈতিক হলেও পারেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer