Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ব্রাশফায়ারে সাতজনকে হত্যার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত

রাঙামাটি সংবাদদাতা

প্রকাশিত: ১০:৩০, ২১ মার্চ ২০১৯

প্রিন্ট:

ব্রাশফায়ারে সাতজনকে হত্যার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত

রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনকাজে নিয়োজিত সাতজনকে ব্রাশফায়ার করে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

বুধবার রাতে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আক্তার আলী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় এই মামলা করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। নিজেদের কাছে থাকা ক্লুর মাধ্যমে আসামিদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

গত সোমবার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ব্রাশফায়ারে সাত নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করা হয়। এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer