Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ৩ আগস্ট ২০২১

প্রিন্ট:

ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী সাদিয়া ফয়জুন্নেসাকে ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ নিয়োগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক ফয়জুন্নেসা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য এবং তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

কূটনীতিক হিসেবে কর্মময় জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি, বার্লিন ও ব্যাংককের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উইংয়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডি বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer