Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টিতে ৩০ জনের প্রাণহানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ২৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টিতে ৩০ জনের প্রাণহানি

ঢাকা : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরিয়াস প্রদেশে দুই দিনের প্রচন্ড ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে।দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাগণ জানান, এ দুর্যোগে ১৭ ব্যক্তি নিখোঁজ ও সাতজন আহত হয়েছে। একের পর এক ভূমিধ্বস ও ভবন ধ্বসের কারণে প্রায় সাড়ে তিন হাজার লোক ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

টেলিভিশন ফুৃটেজে নদীর পানির তীর উপছে পড়তে, আশেপাশের এলাকায় বন্যা এবং গাছপালা ও খুঁটি উপড়ে গিয়ে পানিতে ভেসে যেতে দেখা গেছে।এদিকে বন্যার কারণে কয়েকটিক মহাসড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিধস ও ধসে পড়া ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বেশির ভাগ লোক মারা গেছে । এদের মধ্যে অন্তত দুই জন শিশু রয়েছে।

কাছের রিও ডি জানেরিও ও এসপেরিটো সান্টো প্রদেশেও ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট বলেছে, এ অঞ্চলে এ কদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ১১০ বছর আগে এ পরিমাণ রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববারে বৃষ্টি বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer