Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২৫ মে ২০২০

প্রিন্ট:

ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।রোববার হোয়াইট হাউস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, যেসব অ-মার্কিনি ভিসা আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে ব্যবসায়িক ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, আশা করি এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।

এদিকে ইতোমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত লাতিন আমেরিকার এই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৭৬ জনের।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ব্রাজিলে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা সরকারিভাবে দেওয়া হিসেবের থেকে আরও বেশি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer