Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা স্থিতিশীল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২২ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা স্থিতিশীল

লাইফ সাপোর্টে থাকা প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় আদ-দ্বীন হাসপাতালে তাকে দেখতে এসে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান।

৮৫ বছর বয়সী রফিক-উল হককে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার এ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক নাহিদ ইয়াসমিন বলেন, বার্ধক্যজনিত ব্যারিস্টার রফিক-উল হকের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তবে বৃহস্পতিবার (২২ অক্টাবর) তার শারীরিক অবস্থার অবনতি হয়নি।

১৯৬০ সালে কলকাতায় আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন রফিক-উল হক। ১৯৯০ সালে তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক।

ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াই করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer