Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বৈশ্বিক মন্দা নিয়ে সতর্কবার্তা বিশ্বব্যাংক প্রধানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২৬ মে ২০২২

প্রিন্ট:

বৈশ্বিক মন্দা নিয়ে সতর্কবার্তা বিশ্বব্যাংক প্রধানের

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে খাদ্য, জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মন্দা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান। খবর বিবিসির।

বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস বুধবার এক মার্কিন ব্যবসায়িক ইভেন্টে বলেন, ‘আমরা কীভাবে মন্দা এড়াতে পারি’, তা নিশ্চিত করা কঠিন।

এ ছাড়া চীনে করোনাভাইরাসের মোকাবিলায় সিরিজ লকডাউনের জেরে অর্থনৈতিক গতি মন্থর হওয়া উদ্‌বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন বিশ্বব্যাংকের প্রধান।

বিশ্ব অর্থনীতি সংকুচিত হতে পারে—এমন ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যেই বিশ্বব্যাংকের প্রধান এমন সতর্কতার কথা জানালেন।

তবে, কোনো নির্দিষ্ট পূর্বাভাস না দিয়ে ম্যালপাস বলেন, ‘আমরা যদি বৈশ্বিক জিডিপির দিকে তাকাই... (তাহলে) আমরা কীভাবে মন্দা এড়াতে পারি, তা এখনই বুঝতে পারাটা কঠিন।’

‘জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার ধারণাই মন্দা শুরুর জন্য যথেষ্ট’, যোগ করেন বিশ্বব্যাংকের প্রধান।

এর আগে গত মাসে বিশ্বব্যাংক চলতি বছরের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ ঘোষণা করেছিল।

অন্য দিকে, বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ২০২০ সালের কোভিড মহামারির শুরু সময়ের তুলনায় এ বছরের সর্বশেষ লকডাউনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লকডাউনের পরে সে দেশের কারখানাগুলো পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

লি কেকিয়াং বলেন, ‘অগ্রগতি সন্তোষজনক নয়। কয়েকটি প্রদেশ জানিয়েছে, সেসব অঞ্চলে মাত্র ৩০ শতাংশ ব্যবসা পুনরায় চালু হয়েছে... এ অনুপাত খুব দ্রুত ৮০ শতাংশে উন্নীত করতে হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer