Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব : গুতেরেস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৯ অক্টোবর ২০১৮

আপডেট: ১৬:৪৮, ৯ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব : গুতেরেস

ঢাকা : বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা অসম্ভব কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কিন্তু সে ক্ষেত্রে জরুরি ব্যবস্থা এবং পরিবেশ সচেতনতাবিষয়ক সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।

সোমবার গুতেরেসের একটি টুইট বার্তা পড়ে শোনান তাঁর মুখপাত্র স্টেফান ডুজারিক। টুইটে তিনি সময় নষ্ট না করে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।

জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে নোবেলজয়ী পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসিসির প্রকাশিত রিপোর্টকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার জাতিসংঘ প্যানেলের আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীরা বৈশ্বিক উষ্ণায়ন দশমিক ১ ডিগ্রি বাড়লে তা জীবন ও পরিবেশের জন্য কতটা হুমকি হতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।

তাঁদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা না গেলে ১২ বছরের মধ্যে জলবায়ু পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটবে। দেখা দিবে বন্যা ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer