Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বেশি বয়সে মা হওয়া সন্তানের জন্য ভালো : সমীক্ষা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ১৯ জুন ২০২১

প্রিন্ট:

বেশি বয়সে মা হওয়া সন্তানের জন্য ভালো : সমীক্ষা

বয়স ৩০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও সন্তানধারণের পরিকল্পনা করা হয়নি। আশপাশে অনেকেই চিন্তা বাড়াচ্ছেন। মনে করাচ্ছেন, বেশি বয়সে মা হতে চাইলে কত সমস্যা হতে পারে। কিন্তু সবকিছুরই ভালোমন্দ থাকে। এ ক্ষেত্রেও রয়েছে।

৩৫ পেরিয়ে গেলে অনেক ধরনের শারীরিক অসুবিধার কথা উঠে আসে। সন্তানধারণ থেকে জন্ম দেওয়া, সব পদক্ষেপেই থাকে উদ্বেগের ছোঁয়া। কিন্তু এ কথাও সত্যি যে বেশি বয়েসে মা হলে, শিশুকে পালন করা যায় ভালোভাবে। এমনই কথা উঠে এল সদ্য প্রকাশিত এক সমীক্ষার রিপোর্টে।

ডেনমার্কের আর্হাস বিশ্ববিদ্যালয়ের সেই সমীক্ষায় দেখা গেছে, ৩৫-এর পরে যারা মা হচ্ছেন, তারা অনেক ভালোভাবে বড় করতে পারছেন সন্তানদের।

সন্তান যখন কৈশোরে প্রবেশ করে, তখন নানা ধরনের মানসিক ও শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। একটু বেশি বয়সের মায়েরা কিশোর সন্তানদের প্রতি অনেক কম কড়া হন বলে ধরা পড়েছে সমীক্ষায়। ফলে এই মায়েদের কাছে মন খুলে কথা বলতে পারে সন্তানেরা। সুস্থভাবে বড় হয়ে ওঠার ক্ষেত্রে যা খুবই জরুরি যে কোনও সন্তানের জন্য। সূত্র: আনন্দবাজার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer