Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বেশি অর্থ নেয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৩ ডিসেম্বর ২০২২

প্রিন্ট:

বেশি অর্থ নেয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর

যে সব রিক্রুটিং এজেন্সি মালয়শিয়াতে কর্মী পাঠাতে মেডিকেল ও অন্যান্য খরচ বাবদ বেশি অর্থ নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। প্রয়োজনে এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

এ সময় মন্ত্রী জানান, গত এক বছরে দেশ থেকে ১১ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আগামীতে বিদেশে কর্মী পাঠানোর আগে সে সব দেশের মজুরি কাঠামো ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হবে।

এছাড়া সার্বিকভাবে দক্ষ কর্মী গড়ে তোলার ওপর জোর দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

সরকার এবার দেশটিতে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯শ টাকা নির্ধারণ করেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় গেছেন ৫ হাজার ২৮২ কর্মী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer