Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বেশ কিছু দেশের মুসলিমদের ভিসা দেবে না আমিরাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ২৫ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বেশ কিছু দেশের মুসলিমদের ভিসা দেবে না আমিরাত

১৩টি দেশের নাগরিককে নতুন ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর মধ্যে অধিকাংশ মুসলিমপ্রধান দেশ। রয়েছে তুরস্ক, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া এবং ইয়েমেন। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেজ পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজনেস পার্কে পরিচালিত কোম্পানিগুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। তার একটি প্রতিলিপি যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অভিবাসনসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে এটি বাস্তবায়ন হচ্ছে।

রয়টার্স জানায়, ১৩টি দেশের নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।ভিসা বন্ধের তালিকায় আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনিশিয়ার নাগরিকরাও রয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে আমিরাত তা জানা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এ বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।

তবে রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বল্প সময়ের জন্য বলেও জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer