Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ১৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা : অভিবাসন নিয়ে বিতর্কের জেরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। খবর দ্য গার্ডিয়ানের।


জাতিসংঘের নতুন অভিবাসন চুক্তিতে সমর্থন দেওয়ায় বেলজিয়াম জুড়ে বিক্ষোভ শুরু হয়। নতুন এ চুক্তির ফলে বেলজিয়ামে অভিবাসীদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়। তবে প্রধানমন্ত্রীর ভাষ্য চুক্তিটি অভিবাসীবান্ধব হওয়ায় তাতে সমর্থন জানান তিনি।

এরপর থেকে দেশটি জুড়ে চার্লস এর বিরুদ্ধে এক ধরণের সমালোচনা শুরু হয়।মঙ্গলবার বেলজিয়াম পার্লামেন্টের অধিবেশনে চার্লস বলেন, আমি পদত্যাগ করতে সিদ্দান্ত নিয়েছি। আমি এখন রাজার সঙ্গে দেখা করতে যাবো।

বেলজিয়ামের রাজা ফিলিপকে ইতিমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন মিশেল। তবে দেশটির রাজা ফিলিপ এখন তার পদত্যাগপত্র গ্রহণ করবে কিনা তা দেখার বিষয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer