Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বেলজিয়ামে কাউন্সিলর পদে লড়ছেন নলছিটির পুত্রবধু শায়লা

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ১৩ অক্টোবর ২০১৮

আপডেট: ১২:২১, ১৩ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

বেলজিয়ামে কাউন্সিলর পদে লড়ছেন নলছিটির পুত্রবধু শায়লা

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : বিশ্বজুড়ে অনেক প্রবাসীরা নানাভাবে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। এদের মধ্যে অনেকে জড়িয়ে পড়েছেন সে দেশের মূল ধারার রাজনীতিতে। যোগ্যতা আর মেধার পরিচয় দিয়ে লড়ছেন জাতীয় বা স্থানীয় নির্বাচনে। তাদেরই একজন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের পাচঁ নং ওয়ার্ড এর জাহিদুল ইসলাম বেপারীর স্ত্রী শায়লা শারমীন।

বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশী নারী প্রার্থী। বেলজিয়ামের অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

১৪ অক্টোবরের নির্বাচনে শায়লা শারমীন জয়ী হবেন এমন প্রত্যাশা বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীদের। এর আগে ব্রাসেলসের স্থানীয় সরকার নির্বাচনে আরেকজন বাংলাদেশী নির্বাচিত হয়েছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer