Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বেঙ্গল শিল্পালয়ে তিন দিনব্যাপী সঙ্গীতায়োজন ‘গানের ঝরনা তলায়’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ২৭ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বেঙ্গল শিল্পালয়ে তিন দিনব্যাপী সঙ্গীতায়োজন ‘গানের ঝরনা তলায়’

ছবি: বেঙ্গল ফাউন্ডেশন

সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। তারই ধারাবাহিকতায় ২৬, ২৭ এবং ২৮ ডিসেম্বর ২০১৯ ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী গানের অনুষ্ঠান।

বৃহস্পতিবার আয়োজনের প্রথমদিন সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের (১৯৩৮-২০১৯) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় শাস্ত্রীয়সংগীতের অনুষ্ঠান ‘অগ্রহায়ণ-পৌষ বৈঠক’ অনুষ্ঠিত হয়। শৌণক দেবনাথের সারেঙ্গিতে রাগ মধুবন্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তবলায় সঙ্গত করেন অঞ্জন সরকার।

এরপর ছিলো ইলহাম ফুলঝুরি খান এবং ইসরা ফুলঝুরি খানের যুগল সরোদবাদনে রাগ কিরওয়ানি , তবলায় রতন কুমার দাশ। খেয়ালে রাগ পুরিয়া ধানাশ্রী পরিবেশন করেন কানিজ হুসনা আহম্মাদী, তবলায় প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু শীল। অতিথিশিল্পী রীনাত ফৌজিয়ার সেতারবাদনের মধ্য দিয়ে গানের ঝরনাতলার প্রথমদিনের আয়োজন শেষ হয়। তাঁর সাথে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক।

শুক্রবার আয়োজনের দ্বিতীয়দিন থাকছে গানের আসর ‘প্রাণের খেলা’, এতে অংশগ্রহণ করবেন শ্রাবণী মজুমদার, বুলবুল ইসলাম এবং মিতা হক। শেষদিন ২৮ ডিসেম্বরের আয়োজনে থাকছে মোস্তাফিজুর রহমান তূর্য এবং শারমিন সাথী ইসলামের কণ্ঠে ধারণকৃত দুটি একক সিডির প্রকাশনা অনুষ্ঠান। অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করবেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer