Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বেঙ্গল শিল্পালয়ে তিন দিনব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১১ জুন ২০১৯

আপডেট: ২২:০১, ১১ জুন ২০১৯

প্রিন্ট:

বেঙ্গল শিল্পালয়ে তিন দিনব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন

আগামী ১৩-১৫ জুন (২০১৯) বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’। প্রথম দিন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নিয়মিত শাস্ত্রীয়সংগীত আসর বৈঠক, দ্বিতীয় দিন গানের আসর প্রাণের খেলা এবং শেষ দিন সিডি প্রকাশনা অনুষ্ঠান। ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এই গানের অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।

সাধারণ দর্শক-শ্রোতার কাছে শাস্ত্রীয়সংগীতের বৈচিত্র্যময় ভূবন তুলে ধরতে বেঙ্গল ফাউন্ডেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি ৩৭টি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে । ঘরানা, রাগদারি ও শাস্ত্রীয়সংগীতের নানা বিষয়কে ঘিরে নির্মিত এই সংক্ষিপ্ত পরিচিতিমূলক ভিডিওগুলোর সঙ্গে সবাইকে পরিচিত করাতে, অনুষ্ঠানের প্রথম দিন ১৩ জুন দর্শক-শ্রোতার সামনে ভিডিওর কিছু অংশ তুলে ধরা হবে।

বিস্তারিতঃ

প্রতিদিন সন্ধ্যা ৭টা
বৃহস্পতি, শুক্র ও শনিবার, ১৩, ১৪ ও ১৫ জুন ২০১৯

বেঙ্গল শিল্পালয়
নিচতলা, বাড়ি ৪২, সড়ক ১৬, ধানমণ্ডি, ঢাকা ১২০৯
যোগাযোগ : ০১৭১ ১৮১ ৭৭৪৯

প্রথম দিন

বৃহস্পতিবার ১৩ জুন ২০১৯ . ৩০ জ্যৈষ্ঠ ১৪২৬, বৈঠক- শাস্ত্রীয়সংগীত । বেঙ্গল পরম্পরা সংগীতালয়, দলীয় তবলাবাদন - সজীব বিশ্বাস, অর্পণ চৌধুরী ও সুপান্থ মজুমদার । হারমোনিয়ামে অভিজিৎ কুণ্ড‍ু, যুগলবাদন এসরাজ ও সারেঙ্গি - মো. রায়হানুল আমিন ও শৌণক দেবনাথ । তবলায় অঞ্জন সরকার, খেয়াল - সুপ্রিয়া দাশ । তবলায় প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে অভিজিৎ কুণ্ড‍

দ্বিতীয় দিন

শুক্রবার ১৪ জুন ২০১৯ . ৩১ জ্যৈষ্ঠ ১৪২৬
প্রাণের খেলা - রবীন্দ্রনাথের গান । ফাহিম হোসেন চৌধুরী
নূর-ই-রেজিয়া মম ও আদ্রিনা জামিলী

তৃতীয় দিন

শনিবার ১৫ জুন ২০১৯ . ১ আষাঢ় ১৪২৬
অ্যালবাম প্রকাশ– রাধারমণের গান। চন্দনা মজুমদার
চন্দনা মজুমদারের কণ্ঠে ধারণ করা রাধারমণের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’- এর
মোড়ক উন্মোচন করবেন সংগীতব্যক্তিত্ব আকরামুল ইসলাম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer