Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বেঙ্গল শিল্পালয়ে ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’ শীর্ষক প্রদর্শনী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫, ২১ জুন ২০১৯

প্রিন্ট:

বেঙ্গল শিল্পালয়ে ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’ শীর্ষক প্রদর্শনী

আগামী শনিবার ২২ জুন ২০১৯ থেকে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অযান্ত্রিক ও আনসিন শিরোনামের দলগত প্রদর্শনী।

শনিবার বিকাল ৫টায় প্রদর্শনী যুগ্মভাবে উদ্বোধন করবেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলি লাকি। উদ্বোধন শেষে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ২০১৮ প্রদান করা হবে।

বিস্তারিত:
বিকেল ৫টা,শনিবার ২২ জুন ২০১৯
বেঙ্গল শিল্পালয় (বাড়ী ৪২, রোড ১৬, শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা)
প্রদর্শনী আগামী ১৮ মে ২০১৯ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

অযান্ত্রিক’
সুবীর চৌধুরী প্রদর্শনশালা, বেঙ্গল শিল্পালয় (নিচতলা)
কিউরেট করেছেন জিহান করিম। অংশগ্রহণেঃ ঈশিতা মিত্র,ফাহিম হাসিন শাহান ,ফামি,হাসান মামুন ,কুমার বিশ্বাস,মুনেম ওয়াসিফ ,পলাশ ভট্টাচার্য,রাজীব দত্ত

আনসিন
কামরুল হাসান প্রদর্শনশালা, বেঙ্গল শিল্পালয় (দ্বিতীয়তলা)
কিউরেট করেছেন মুস্তফা জামান এবং শর্মিলি রহমান অংশগ্রহণেঃআব্দুস সালাম, আবির সোম, ইমরান সোহেল, হাদি উদ্দিন, জুয়েল এ. রব, মারজিয়া ফারহানা, মিজানুর রহমান চৌধুরী, মুস্তফা জামান, রাজীব দত্ত, সানজিদ মাহমুদ, শিরিন আখতার, সৈয়দ মুহাম্মদ জাকির, ইয়াসমিন জাহান নূপুর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer