Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ জুলাই ২০১৯

আপডেট: ২২:৪১, ৮ আগস্ট ২০১৯

প্রিন্ট:

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’

ঢাকা : সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। তারই ধারাবাহিকতায় আগামী ২৯ এবং ৩০ জুলাই ২০১৯ ছায়ানট মিলনায়তনে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’।

প্রথম দিন শিল্পী সুবীর নন্দী স্মরণে অনুষ্ঠিত হবে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। দ্বিতীয় দিন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা পরিবেশন করবে পঞ্চ কবির বর্ষার গান।

বিস্তারিতঃ
প্রতিদিন সন্ধ্যা ৭টা
ছায়ানট মিলনায়তন
বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি, ঢাকা ১২০৯
যোগাযোগ : ০১৭১ ১৮১৭৭৪৯, ০২ ৫৫০২৯৩২৪

প্রথম দিন - সোমবার ১৪ শ্রাবণ ১৪২৬, ২৯ জুলাই ২০১৯
প্রাণের খেলা
নজরুলসংগীত পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ এবং নবীন শিল্পী জারিফ একরাম ও ঐশ্বর্য সমদ্দার
সুবীর নন্দী স্মরণে বক্তব্য রাখবেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং সংগীতব্যক্তিত্ব সাদিয়া আফরিন

দ্বিতীয় দিন - মঙ্গলবার ১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ২০১৯
পঞ্চ কবির বর্ষার গান
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখা পরিবেশিত

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer