Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বৃহস্পতিবার মহানবমী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ১৮ অক্টোবর ২০১৮

আপডেট: ০৯:১৯, ১৮ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

বৃহস্পতিবার মহানবমী

ঢাকা : বৃহস্পতিবার মহানবমী। সকাল ৯টা ৫৯ মিনিটে বিহিত পূজার মাধ্যমে শুরু হবে এর আনুষ্ঠানিকতা।

এর আগে গতকাল নারীতেই পরম ঈশ্বরকে দর্শন ও অর্জন হিসেবে বিশ্বাস করে শারদীয় দুর্গোৎসবের অষ্টম তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা করে সনাতন ধর্মাবলম্বীরা। সারাদেশের রামকৃষ্ণ মঠের পাশাপাশি রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন ও মঠেও কুমারী পূজার আয়োজন করা হয়।

সকাল ৭টার দিকে শিশু মিতালী চক্রবর্তীকে কুমারী দেবী রূপে সাজিয়ে দুর্গোৎসবের মহাষ্টমীতে শুরু হয় কুমারী পূজার আয়োজন। বিরামহীন ঢাকের বাদ্যের সঙ্গে থেমে থেমে চলে কাসার ঘণ্টা, শঙ্খনাদ আর উলুধ্বনি। চলে ভক্তগীতিও। এর মাঝেই পূজা মণ্ডপে চণ্ডী পাঠের মাধ্যমে চলতে থাকে দেবীর অর্চনা। বেলা ১১টার দিকে লোহিতলাল বস্ত্রে পূজার বেদিতে আসেন `কুমারী দেবী`। আসীন হয়ে বসেন পুস্পাসনে। কপালে লাল সিঁদুর, হাতে ফুল এবং গাঢ় আলতা। পূজারীদের মন্ত্র উচ্চারণে করা হয় দেবীর বন্দনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer