Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

বৃহস্পতিবার অথবা শুক্রবার নামতে পারে স্বস্তির বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১৪ অক্টোবর ২০২১

প্রিন্ট:

বৃহস্পতিবার অথবা শুক্রবার নামতে পারে স্বস্তির বৃষ্টি

সারা দেশে মারাত্মক ভ্যাপসা গরম পড়ছে। এ অবস্থা থেকে শিগগিরই মুক্তির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার অথবা শুক্রবার নামতে পারে স্বস্তির বৃষ্টি। ফলে কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, সারাদেশের মেঘলা আকাশের পাশাপাশি মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে আজ ও কাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়ার অবস্থা অনুকূলে আছে। কিন্তু রোদ আর মেঘলা আকাশের ফলে অনেকটা ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলে এ গরম দূর হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer