Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বুয়েটে নতুন তিন ফ্যাকাল্টির অনুমোদন দিল ইউজিসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৩ মে ২০২২

আপডেট: ১৭:২৪, ১৩ মে ২০২২

প্রিন্ট:

বুয়েটে নতুন তিন ফ্যাকাল্টির অনুমোদন দিল ইউজিসি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন তিনটি ফ্যাকাল্টি চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।শুক্রবার নতুন ফ্যাকাল্টি চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো— ফ্যাকল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিস, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এছাড়া, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।

এ বিষয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘ইউজিসি গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer