Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বুলবুলে চার-পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত,নিহত ২: ত্রাণ প্রতিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বুলবুলে চার-পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত,নিহত ২: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা : সরকারি হিসাবে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরকারের পরিসংখ্যান অনুযায়ী দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন।

রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।এদিকে খুলনা জেলা প্রশাসন ও দাকোপ উপজেলা প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় প্রায় দুই হাজার ২৬৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। পানিতে তলিয়ে গেছে পাঁচ শতাধিক পুকুর ও মাছের ঘের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎবিহীন রয়েছে গোটা খুলনা জেলা। মহানগরীতেও অনেক বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে খুলনা-মোংলা মহাসড়কসহ আরও অনেক সড়কে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer