Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বুধবারের আগেই প্রার্থী চূড়ান্ত করা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুধবারের আগেই প্রার্থী চূড়ান্ত করা হবে: মির্জা ফখরুল

ফাইল ছবি

ঢাকা: বুধবারের আগেই সব আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে রোববার এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর, বুধবার। তার আগেই প্রার্থী চূড়ান্ত করার কাজ শেষ করব।

তিনি বলেন, চারদিন ধরে তারা দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের সব দল ও ২০ দলীয় শরিকরাও সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো যাবে।

 

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি দল, সুশীল সমাজ, যারা নির্বাচনী কাজ করছে, তারা সবাই বলেছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। সিইসিকে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার তালিকা দিলাম কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই করতে পারেনি। যেসব কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, সে সম্পর্কেও সিইসি বলে দিয়েছেন, বদল হবে না।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer