Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বুধবার বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন বুলবুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ২৩ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুধবার বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন বুলবুল

ঢাকা : আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বুধবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করায় আগে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে। গার্ড অব অনার দেয়া হবে তাকে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুলবুলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে শ্রদ্ধা ও দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে।

বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। সকাল ১১টার পর তার বাসা থেকে মরদেহ হিমঘরে নেয়া হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার ছেলে সামির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer