Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বুকের গভীরে

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ১০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

বুকের গভীরে

ছবি-সংগৃহীত

ভালোবাসা মুখে না কি বুকের গভীরে
অনুভব করি ৮ ফাল্গুন ১৪২৬ সকালে
পুষ্পার্ঘ নিয়ে হাঁটছি
গন্তব্য যশোর কেন্দ্রীয় শহিদ মিনার।
শত-সহস্র মানুষ,সড়ক জুড়ে একসাথে চলছি
হঠাৎ লক্ষ্য করি ষাটোর্ধ্ব কবি পদ্মনাভ অধিকারী,
প্রায় দুই কিলোমিটার পথ, খালি পায়ে হেঁটে আসছে আবার ফিরে যাবে।
চারিদিকে অন্য সব মানুষের পায়ে রং-বেরংয়ের পাদুকা,
আর কোন খালি পা দেখতে পাইনি।
পিচঢালা কংক্রিট পূর্ণ এই পথটায়,কয়েকজনকে জিজ্ঞাসা করি
কয় কদম হাঁটতে পারবেন ?
কেউ বলে পাঁচ কদম, কেউ বলে দশ কদম। এর বেশি কোনভাবেই সম্ভব না।
তখন অনুভব করলাম,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা
মুখে না কি বুকের গভীরে।

৮ ফাল্গুন ১৪২৬,যশোর

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer