Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিয়ের আগে মাদক-থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করতে রুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিয়ের আগে মাদক-থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করতে রুল

ঢাকা : বাংলাদেশে বিয়ের আগে বর কনের থ্যালাসেমিয়া আছে কিনা এবং চাকরিতে ঢোকার আগে কেন ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত ৫ জুলাই অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভূইয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলীর পক্ষে হাইকোর্টের সংস্লিষ্ট শাখায় দায়ের করা ওই রিট আবেদনে বলা হয়, ‘থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই রোগে আক্রান্ত কোনো রোগীর বিয়ে হলে অনাগত সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।’

এ আবেদনে আরো বলা হয়, ‘এছাড়া দেশে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এরমধ্যে শতকরা ৬৫ ভাগ তরুণ। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ মাদকাসক্তি।’

ওই রিট আবেদনে আরো বলা হয়, ‘সিটি করপোরেশনের সালিশি পরিষদের তথ্য অনুযায়ী, নারীদের অভিযোগের কারণ হচ্ছে স্বামীর শারীরিক অক্ষমতা। আর মাদক, যেমন- ইয়াবা, হেরোইন ও অ্যালকোহলসহ বিভিন্ন মাদক সেবনে তারা পুরুষত্বহীন হয়ে যাচ্ছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer