Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিহারী ক্যাম্প উচ্ছেদ বন্ধে মেয়র আনিসুলের বিরুদ্ধে মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ৫ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিহারী ক্যাম্প উচ্ছেদ বন্ধে মেয়র আনিসুলের বিরুদ্ধে মামলা

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মিরপুরে ৩৯টি বিহারি ক্যাম্প উচ্ছেদ না করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা হয়েছে।

বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন পল্লবীর বিহারি ক্যাম্পের ৩৬ জন বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মিজানুর সাংবাদিকদের জানান, আদালতের বিচারক মামলাটি গ্রহণ করেছেন। মামলা নম্বর ২৫৯/১৭।

মামলার আরজি থেকে জানা যায়, মামলার বিবাদীরা ৪৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে মিরপুরের বিভিন্ন বিহারি ক্যাম্পে বসবাস করে আসছেন।

চলতি বছরের ২১ মে মামলার ২ নম্বর বিবাদী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নোটিশ ছাড়া পল্লবী থানাধীন সেকশন-১১, কাশ্মীরি মহল্লা নামক ক্যাম্পে উচ্ছেদ অভিযান চালায়। পরদিন ২২ মে অন্যান্য ক্যাম্পে উচ্ছেদ অভিযানের চেষ্টা চালায়।

এছাড়া মামলায় আরও তিন জনকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।

মামলায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা জেলা প্রশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer