Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিসিসিআই`র কেন্দ্রীয় চুক্তি থেকে এবার বাদ ধোনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ১৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

বিসিসিআই`র কেন্দ্রীয় চুক্তি থেকে এবার বাদ ধোনি

ঢাকা : ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মহেন্দ্র সিং ধোনি। স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি। এবার সেই তাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে ক্যাপ্টেন কুলকে বাদ দিয়েছে তারা। স্বভাবতই তার অবসর সিদ্ধান্ত নিয়ে জল্পনা আরও বাড়ল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এ প্লাস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মাত্র তিন ক্রিকেটার। তারা হলেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রোহিত শর্মা। বোর্ড থেকে বার্ষিক ৭ কোটি রুপি করে পাবেন এ ত্রয়ী।

২০১৯ সালের অক্টোবর থেকে সেপ্টেম্বর-২০২০ পর্যন্ত বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিসিআই। তবে কোনো ক্যাটাগরিতেই ধোনির নাম নেই। এতদিন এ ক্যাটাগরিতে ছিলেন তিনি। চুক্তি অনুযায়ী, বছরে বোর্ড থেকে ৫ কোটি রুপি পেতেন মাহি। গেল বছর পর্যন্ত এ চুক্তিতে ছিলেন তিনি।

ক্রিকেটবোদ্ধারা বলছেন, ধোনির জাতীয় দলে ফেরার রাস্তা আপাতত একটাই। আসন্ন আইপিএলে দুরন্ত খেলে নিজেকে ফের প্রমাণ করতে হবে তাকে। না হলে অবসর নেয়া ছাড়া তার আর কোনো উপায় খোলা নেই।

ধোনি কী বরাবরের মতো এ চ্যালেঞ্জ নিয়ে জয়ী হতে পারবেন, নাকি পরিস্থিতির চাপে পড়ে অবসর নিতে বাধ্য হবেন, সেটাই এখন দেখার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer