Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ মাহমুদুল্লার ঘরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২৫ অক্টোবর ২০২০

প্রিন্ট:

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ মাহমুদুল্লার ঘরে

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল একাদশকে সহজেই হারিয়ে শিরোপা জয় করে নিয়েছে মাহমুদুল্লাহ একাদশ।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল বাহিনী ইরফান শুক্কুরের ৭৫ রান সত্ত্বেও মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে লিটন দাশ (৬৮) ও ইমরুল কায়েসের (৫৩) অর্ধশতকের কল্যাণে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদুল্লাহ বাহিনী।

মাহমুদুল্লাহ একাদশ জয়ের জন্য সাত উইকেট ও ২০ ওভারের বেশি হাতে রেখে ২৯.৪ ওভারে ১৭৭ রান তুলে ফেলে। তবে তার আগে তাদের জন্য কাজটি সহজ করে দেয় বোলাররা। তারা নাজমুল একাদশকে ৪৭.১ ওভারে ১৭৩ রানের মধ্যে বেঁধে ফেলে। সবচেয়ে সফল ২০ বছরের সুমন খান তার ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে পান পাঁচ উইকেট।

করোনাভাইরাসের কারণে আরোপিত লকডাউনের পর দেশে এ টুর্নামেন্ট ছিল প্রথম কোনো ‘প্রতিযোগিতামূলক’ ক্রিকেট।

বিসিবি সামনে পাঁচ দল নিয়ে একটি টি২০ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।

সংক্ষিপ্ত স্কোর:

নাজমুল একাদশ: ৪৭.১ ওভারে ১৭৩/১০। ইরফান ৭৫, নাজমুল ৩২, তৌহিদ ২৬ ও মুশফিকুর ১২। সুমন ৫/৩৮ ও রুবেল ২/২৭।

মাহমুদউল্লাহ একাদশ: ২৯.৪ ওভারে ১৭৭/৩। লিটন ৬৮, ইমরুল ৫৩* ও মাহমুদউল্লাহ ২৩*। নাসুম ২/৪৮ ও আল আমিন ১/৩২।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer