Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিশ্বের প্রথম বিষ্ঠা জাদুঘর চালু হল জাপানে!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ২৫ এপ্রিল ২০১৯

আপডেট: ১৪:৪৮, ২৫ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিশ্বের প্রথম বিষ্ঠা জাদুঘর চালু হল জাপানে!

ঢাকা : কোন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকাশ পায় সে দেশের জাদুঘরে গেলে। সাধারণত পুরাতাত্ত্বিক, বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক দুষ্প্রাপ্য, আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ সব সামগ্রী স্থান করে নেয় জাদুঘরে। তবে অদ্ভুত স্থাপনা বা জাদুঘরেরও কিন্তু অভাব নেই। তেমনই এক জাদুঘর হল জাপানের বিষ্ঠা জাদুঘর।

বিবিসির প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে জানা যায়, জাপানে সম্প্রতি বিশ্বের প্রথম বিষ্ঠা বা মল বিষয়ক একটি জাদুঘর চালু করা হয়েছে। তবে সেখানে আসল বিষ্ঠা নয়, নানা রঙের নকল বিষ্ঠার প্রদর্শনী করা হচ্ছে।

বিষ্ঠা জাদুঘরে গিয়ে আগ্রহী অনেক দর্শনার্থী সেলফি তুলছেন। জাদুঘরটিতে মাইক্রোফোনসহ একটি ঘর রাখা হয়েছে যেখানে দর্শনার্থীরা জাপানি ভাষায় `বিষ্ঠা` শব্দটি চিৎকার করে বলতে পারেন।

ইয়োকোহামা নগরীর এই জাদুঘরে প্রতিদিন এক হাজারের বেশি দর্শনার্থী আসছেন বলে খবর বিবিসির।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer