Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিশ্বে সর্বপ্রথম মহাকাশে পাড়ি দিচ্ছেন আদিবাসী নারী নভোচারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ২০ আগস্ট ২০২২

প্রিন্ট:

বিশ্বে সর্বপ্রথম মহাকাশে পাড়ি দিচ্ছেন আদিবাসী নারী নভোচারী

এই প্রথম এক আদিবাসী নারী নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করতে চলেছেন। আগামী বসন্তে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরবর্তী স্পেসএক্স ক্রু-৫ মিশনে অংশ নিতে যাচ্ছেন তিনি। এই অভিযান সফল হলে মহাকাশে পৌঁছানো প্রথম আদিবাসী নারী নভোচারী হবেন নিকোল অনাপু মান। খবর এএফপির।

নিকোল অনাপু মান ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। তিনি ওয়েলাসকি জাতির সদস্য। উত্তর ক্যালিফোর্নিয়ার স্থানীয় আদিবাসী তিনি। নৌ-সদস্য নিকোল অনাপু মানের সামরিক ক্যারিয়ারও আছে। ইরাক ও আফগানিস্তান সফর করেছেন তিনি। ২৫টি আলাদা বিমানে আড়াই হাজার ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

নাসার বিশালাকার চাঁদে পাঠানোর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা তৈরিতেও সহায়তা করেছেন নিকোল। এক সাক্ষাৎকারে নিকোল বলেন, এটা খুবই উত্তেজনাপূর্ণ। আমি মনে করি, আমাদের সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ, এতে অন্যান্য নেটিভ বাচ্চারা যদি ভেবে থাকে কোনো সম্ভাবনা নেই কিংবা বাধা পড়ছে, তখন এগুলো ভাঙতে শুরু করবে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer