Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বিশ্বব্যাপী ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ১৪ এপ্রিল ২০১৯

আপডেট: ২০:৩৮, ১৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিশ্বব্যাপী ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন

ঢাকা : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও হোয়াটঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। রোববার সকাল থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এশিয়ার বিভিন্ন স্থানে সার্ভার ডাউনের কারণে এমনটি ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

দ্য ভার্জ ডটকম জানায়, অনেক দেশে ফেসবুক ও ইন্সটাগ্রামে ঢোকা যাচ্ছে না। কোথাওবা নিউজফিড রিফ্রেশ হচ্ছে না।হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো বা গ্রহণ করতে পারছেন না অনেকে। কেউ কেউ টুইটারে গিয়ে সমস্যায় পড়ার কথা শেয়ার করছেন।

ওয়াশিংটনে ভোর সাড়ে ৬ টার দিকে সমস্যা শুরু হয় বলে জানা গেছে। তবে, এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।

গত মাসেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামে ঢুকতে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। অনেক স্থানে কয়েক ঘণ্টা এসব সাইটে ঢোকা যায়নি।

সমস্যাটি সমধানে ২৪ ঘণ্টা লেগেছিলো ফেসবুক কর্তৃপক্ষের। সেবার সমস্যার জন্য ‘সার্ভার কনফিগারেশন চেঞ্জ’কে দায়ী করে ফেসবুক। এবং ক্ষমা চেয়েছিলো ব্যবহারকারীদের কাছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer