Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিশ্বকাপের ফাইনালে খেলে ইতিহাস গড়লেন বাংলাদেশের শুটার কলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ২৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:০৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

বিশ্বকাপের ফাইনালে খেলে ইতিহাস গড়লেন বাংলাদেশের শুটার কলি

ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্বকাপ শ্যুটিংয়ে ফাইনালে খেললেন বাংলাদেশের কামরুন নাহার কলি। বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কোনো পদক নেই। পদক নির্ধারণী পর্যায় পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ। তবে এবার নারী শ্যুটার কলি এই নতুন দিগন্তের সূচনা করলেন।

বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়ে ফাইনালে ওঠেন কলি। ফাইনালটা অবশ্য তার ভালো হয়নি। আটজনে হয়েছেন অষ্টম।

বিশ্বকাপ শ্যুটিংয়ে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করলেন সাবেক শ্যুটার শারমিন আক্তার রত্না, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। আমরা শ্যুটিং অঙ্গন দারুণ গর্বিত।’

পদকের জন্য ৮ জন শুটার ফাইনাল রাউন্ড খেলেন। সেই আটজনের মধ্যে কলি অষ্টম হয়েছেন। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলাটা বাংলাদেশের জন্য বেশ গৌরবের।

কলি গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer