Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ৭ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ঢাকা : ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আগামী ২০১৯ বিশ্বকাপের আসর। এর আগে বাংলাদেশের খেলার কথা রয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। শুক্রবার সেটা নিশ্চিত করল আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি)।

যদিও আগে থেকে বলা হয়েছিল আয়ারল্যান্ড-বাংলাদেশের সঙ্গে তৃতীয় দল হিসেবে থাকবে আফগানিস্তান। কিন্তু শুক্রবার এফটিপি সূচিতে বলা হয়েছে তৃতীয় দল হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ৫ মে থেকে শুরু হবে এই সিরিজ, শেষ হবে ১৭ মে।। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে তৃতীয় দল হিসেবে ছিল নিউজিল্যান্ড।

সে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সেই ধারাবাহিকতা দেখা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও। এই সিরিজেও একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে অন্য দুই দলের বিপক্ষে। আর যদি বাংলাদেশ ফাইনালে খেলে তাহলে একদলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে।

যদিও বাছাই পর্বে উন্নীত না হতে পেরে আয়ারল্যান্ড এবারের বিশ্বকাপে নেই। তারা না থাকলেও তাদের মাঠে পেস কন্ডিশনে খেলা এত সহজ হবে না বাংলাদেশের জন্য। তাছাড়া ক্যারিবীয় বোলারদের বিপক্ষে খেলে বাড়তি প্রস্তুতির সুযোগ তো থাকছেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer