Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে জাতীয় দলের জার্সি বিক্রি করবে বিসিবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৬ মার্চ ২০১৯

প্রিন্ট:

বিশ্বকাপে জাতীয় দলের জার্সি বিক্রি করবে বিসিবি

ঢাকা :  বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কথা বিবেচনা করে প্রথমবারের মতো জার্সি প্রস্তুত ও বাজারজাত করার জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার জার্সি বাজারজাত করণের এমন উদ্যোগের কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিশ্বকাপকে সামনে রেখে বাজারে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির বিভিন্ন ধরনের গুণগত মানহীন রেপ্লিকা জার্সি পাওয়া যায়। বাজারে যার চাহিদাও ব্যাপক।

এ প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সমর্থকদের মধ্যে জার্সির ব্যাপক চাহিদাকে কেন্দ্র করেই আমরা বিক্রির (জার্সি) সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, জাতীয় দলের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’ –এর সাথে চুক্তি হয়েছে। কেবল তারাই সারাদেশে এ জার্সি বিক্রি করবে।

তবে জার্সির মূল্য ও নকশা সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও বিসিবি বলছে, বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই এ জার্সি পাওয়া যাবে।

ইউ.এন.বি নিউজ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer