Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বিশ্বকাপ শুরু বাংলাদেশের : এক ওভারে জোড়া আঘাত মেহেদীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১৭ অক্টোবর ২০২১

প্রিন্ট:

বিশ্বকাপ শুরু বাংলাদেশের : এক ওভারে জোড়া আঘাত মেহেদীর

শুরু হল বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় আল আমেরাত স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশ থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাসুম আহমেদ। প্রস্তুতি ম্যাচে না থাকলেও মূল ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

রাতে শিশিরের কারণে বল করার সিদ্ধান্ত নেননি টাইগার দলপতি মাহমুদউল্লাহ। টসের পর অধিনায়ক জানান তার কাছে ব্যাটিং উইকেট মনে হচ্ছে। তাই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশে প্রত্যাশা মতো ফিরেছেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে একাদশে রেখেছে টাইগাররা।

ম্যাচের শুরুতেই তাসকিনের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ওভারে আসেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভারে মাত্র চার রান দেন তাসকিন ও মোস্তাফিজ। তৃতীয় ওভারে সাইফউদ্দিন এসেই দুর্দান্ত ইয়র্কারে ফেরান স্কটল্যান্ড দলপতি কাইল কোয়েটজারকে। ৭ বল খেলে কোনো রান না করেই ফিরলেন তিনি। কোয়েটজারের এটি স্কটল্যান্ডের হয়ে ২০০তম ম্যাচ।

টি-টোয়েন্টিতে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রান তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।

মাসকটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি অন্যান্য দলের মতো আমাদের পাওয়ার হিটিং ব্যাটার নেই, কিন্তু আমরা আমাদের স্কিল হিটিংয়ে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এই দক্ষতার ওপর আমরা বেশি মনোযোগ দেব।’


সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মুশফিক একজন চ্যাম্পিয়ন ব্যাটার, সে যেকোনো মুহূর্তে ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারে। একজন ক্রিকেটার হিসাবে যেকোনো সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই পারে এবং একই সময়ে আপনি যেকোনো মুহূর্তে ফর্মের ফিরতে পারেন। আমি বিশ্বাস করি মুশফিকের ফর্মে ফিরে আসার জন্য শুধু একটি ভালো ইনিংস দরকার। আমরা তাকে নিয়ে চিন্তা করছি না।’

এদিকে চতুর্থবারের মত টি টোয়েন্টির বিশ্ব আসরে পা রেখেছে স্কটল্যান্ড। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস ও নামিবিয়া দুই দলের বিপক্ষেই এসেছে জয়। এতেই আত্মবিশ্বাসের চূড়ায় স্কটিশ কোচ শন বার্জার। গণমাধ্যমকে জানিয়েছেন পাপুয়া নিউগিনি আর ওমানের চেয়ে বড় দল নয় বাংলাদেশ।

প্রতিপক্ষ কোচের এই মন্তব্য কিভাবে দেখছেন রিয়াদ? এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, `আমরা সে কথা নিয়ে চিন্তিত নয়। দলের প্রতি আমার ভরসা রয়েছে, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে সমানভাবে দেখি। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো করব।`

চোটের থাবায় বিশ্বকাপের আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে আছেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer