Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিশ্বকাপ জেতায় ইংল্যান্ড দলকে রানির শুভেচ্ছা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ১৫ জুলাই ২০১৯

প্রিন্ট:

বিশ্বকাপ জেতায় ইংল্যান্ড দলকে রানির শুভেচ্ছা

ঢাকা : বেন স্টোকস-আর্চারের হাত ধরে ৪৪ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড।আর ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় ইয়ন মরগানদের শুভেচ্ছা জানান ইংল্যান্ডের সম্মানিত রানি দ্বিতীয় এলিজাবেথ।

রাজপুত্র ফিলিপের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

নিজের দলকে শুভেচ্ছা জানিয়েই শেষ করেননি পাশাপাশি নিউজিল্যান্ডের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তিনি বলেন, ‘রানার্স আপ নিউজিল্যান্ডের প্রতি আমার সহমর্মিতা রইল। তারা অত্যান্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছেন। ’

উল্লেখ্য, ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে এর আগে চারবার (১৯৭৫, ৭৯, ৮৩, ৯৯) বিশ্বকাপের ফাইনাল হয়েছে। এর মধ্যে ১৯৭৯ সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ফাইনালও খেলেছিল ইংলিশরা। কিন্তু সেবার ক্যারিবীয়দের কাছে ৯২ রানে হেরে যায় তারা।

তবে লর্ডসে সুপার ওভারে গড়ানো রবিবাসরীয় ফাইনালের সূর্যাস্ত হল ইংল্যান্ডের অবিশ্বাস্য নাটকীয় জয়ের মধ্যদিয়ে। তার আগে ম্যাচ টাই। নিউজিল্যান্ডের ২৪১ রানের জবাবে ইংল্যান্ড ২৪১।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer