Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে তুরাগে ৭টি ভাসমান ব্রিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৬:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে তুরাগে ৭টি ভাসমান ব্রিজ

ঢাকা : বিশ্ব ইজতেমা উপলক্ষে আগত মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর উপর বিভিন্ন দৈর্ঘ্যর ৭টি ভাসমান ব্রিজ স্থাপন করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে গত ৪ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর সদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে জনকল্যাণমূলক কাজ শেষ করে। এসব ভাসমান ব্রিজের কাজ শেষ করেন। মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে উল্লেখ্য করা হয়, যে কোন জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় ভাসমান ব্রীজ স্থাপন করা হয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer