Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাপানের প্রথম সাবমেরিন মহড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাপানের প্রথম সাবমেরিন মহড়া

ঢাকা : জাপান বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো সাবমেরিন মহড়া করেছে। সোমবার একটি পত্রিকার খবরে এ কথা বলা হয়।

এদিকে এ জলসীমার অধিকাংশ চীন দাবি করে বলে আশংকা করা হচ্ছে এ মহড়া বেইজিংকে উত্তেজিত করবে। 

আশাই শিমবুন পত্রিকার খবরে বলা হয়েছে, চীন নিয়ন্ত্রিত স্কারবরাহ সোহালের দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার জাপানের তিনটি যুদ্ধ জাহাজের সঙ্গে কুরোশিয় নামের সাবমেরিনটি যোগ দেয়।

সমুদ্রসম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকাংশ নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও এই জলসীমার দাবি করে আসছে।

সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ চীন সাগরে এটি জাপানের প্রথম সাবমেরিন মহড়া।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer