Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৮ আগস্ট ২০২২

প্রিন্ট:

বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে

প্রচলিত নিয়ম অনুসারে শুধু ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত ও নিঃসন্তান নারীরাই মিস ইউনিভার্সে অংশ নিতে পারলেও এবার সেই নিয়মে আনা হচ্ছে পরিবর্তন। ২০২৩ সালের মিস ইউনিভার্সের ৭২তম আসরে বিবাহিত নারী ও মায়েদের অংশ নিতে কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এরই মধ্যে এ প্রতিযোগিতা চলমান রয়েছে।

নতুন এ পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন মিস ইউনিভার্সের প্রেসিডেন্ট পাউলা শুগার্ট ও প্রধান নির্বাহী (সিইও) অ্যামি এমিরেচ। তাদের নেতৃত্বেই সংস্থাটি বিশ্বের সব নারীকে সমর্থন করতে অগ্রসর হচ্ছে। বিশ্বব্যাপী সবাই সংস্থাটির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। খবর লাইফস্টাইল, প্রেগ্যান্ট সার্কেলের।

এক বার্তায় আয়োজক কমিটি জানায়, আমরা বিশ্বাস করি, নিজ জীবনের প্রতিনিধিত্ব করার অধিকার সব নারীর রয়েছে। তাই একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত তাদের সাফল্যের পথে বাধা হওয়া উচিৎ নয়।

উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরে মিস ইউনিভার্সের ৭১তম আসর অনুষ্ঠিত হবে, যেখানে গত বছরের বিজয়ী ভারতের সুন্দরী হারনাজ সিন্ধু এবারের বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer