Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২৩ মে ২০১৯

আপডেট: ০৯:৫৯, ২৩ মে ২০১৯

প্রিন্ট:

বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

ঢাকা : ভারতের লোকসভার ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শরিকেরা। ভারতীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়।

এনডিটিভির প্রতিবেদনে ভোট গণনা শুরু হওয়ার আধা ঘণ্টা পর ১৯৭টি আসনে এগিয়ে থাকার চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে বিজেপি ও এর এনডিও জোট এগিয়ে আছে ১২৫ আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৫১ আসনে এবং অন্যান্য বিরোধী দল এগিয়ে আছে ২২ আসনে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে ভোট হয়েছে। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন।ভারতের পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ১২টি আসনের এগিয়ে থাকার চিত্র পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাঁচটিতে, বিজেপি চারটিতে এবং কংগ্রেস তিনটিতে এগিয়ে আছে।

সাত দফার নির্বাচনের শেষ দিন ১৯ মে বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয়। প্রায় সব জরিপে বলা হয়, ক্ষমতায় থাকছে বিজেপি। আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। বুথফেরত জরিপের পর উজ্জীবিত বিজেপি। বিজয় উৎসব করার জন্য প্রস্তুত বিজেপির কেন্দ্রীয় দপ্তর। সামনে বিশাল শামিয়ানা টাঙিয়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। এসেছে সেখানে লাড্ডু, মিষ্টি, কেক, আতশবাজি। বিজয় মিছিলের প্রস্তুতও সম্পন্ন।

গতকাল বিরোধী কংগ্রেস দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বুথফেরত সমীক্ষা ভুয়া। ক্ষমতায় যেতে পারবে না মোদি। সংসদ হতে পারে ঝুলন্ত। এই সম্ভাবনাকে সম্পদ করে বিরোধীরা ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য একটি চিঠি তৈরি করে রেখেছে। ওই চিঠিতে বলা হবে, কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে দেশের আসনসংখ্যায় গরিষ্ঠ দলকে রাষ্ট্রপতি যেন সরকার গড়তে না ডাকেন।

আজ সকালে কংগ্রেসের কেন্দ্রীয় দপ্তরেও আয়োজন করা হয়েছে যজ্ঞের। এখানেও আনা হয়েছে ব্যান্ড পার্টি। মোটকথা, দুই দলই বিজয় উৎসবের জন্য প্রস্তুত।

আজ সকালে দেশের অন্যান্য স্থানের মতো পশ্চিমবঙ্গের ৪২টি আসনেরও ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তর নিরাপত্তাব্যবস্থা। থাকছে ৮২ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আরও থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ। গণনাকেন্দ্রে রয়েছেন ১৫৫ জন পর্যবেক্ষক। ৪২টি লোকসভার জন্য গণনাকেন্দ্র রয়েছে ৫৮টি। গণনাকেন্দ্রে গণনার জন্য রয়েছে ৩৭৯টি হল। আর এসব হলে ভোট গণনার জন্য রয়েছে ৪ হাজার ৬৬৮টি টেবিল। গণনাকেন্দ্রে রয়েছে সিসি টিভির ব্যবস্থা। পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয়েছে গণনার কাজ। ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছেন প্রায় ২৫ হাজার ভোটকর্মী। রয়েছে গণনাকেন্দ্রে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, সর্বোচ্চ ২৫ রাউন্ড পর্যন্ত গণনা হবে।

প্রথম আলো

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer