Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিপন্ন ‘ফিশিং ক্যাট’ ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৬, ৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিপন্ন ‘ফিশিং ক্যাট’ ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : মুন্সীগঞ্জের চর আব্দুল্লাহয় উদ্ধার হওয়া বড় সাইজের বিপন্ন প্রায় ফিশিং ক্যাট বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন জানান, জানান, ১৫ জুলাই দুপুরে চর আব্দুল্লাহ এলাকায় সাতরে বিল পার হওয়ার সময় জেলেদের মাছ ধরার জালে জড়িয়ে পড়ে। পরে জেলে রাসেল মিয়া এলাকাবাসীর সহযোগিতায় প্রাণিটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

গত সোমবার ফিশিং ক্যাটটি তিনি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। বৃহস্পতিবার এটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে, পরিদর্শক অসিম মল্লিকসহ বনবিভিাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক মিহির কুমার দে জানান, এটি বাংলাদেশে একটি বিপন্ন প্রায় প্রাণি, পরিবেশের খাদ্য শৃঙ্খলে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাওর,পরিত্যাক্ত বাগানবাড়ি, চরাঞ্চলে বসবাস করে। ইদুর, সাপ, ব্যাঙ, মুরগী, মাছ ইত্যাদি এর প্রিয় খাবার। এটি লম্বায় ৩-৪ফুট, উচ্চতায় দেড়-দুই ফুট এবং ওজনে ১২-১৩ কেজি হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer