Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিনা ভিসায় পর্যটকদের ১০ দিনের জন্য প্রবেশাধিকার দিতে যাচ্ছে ওমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ১৪ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

বিনা ভিসায় পর্যটকদের ১০ দিনের জন্য প্রবেশাধিকার দিতে যাচ্ছে ওমান

পর্যটক টানতে ১০৩টি দেশকে বিনা ভিসায় ১০ দিনের জন্য প্রবেশাধিকার দিতে যাচ্ছে ওমান। দেশটির অর্থনৈতিক খাত দাঁড় করাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি। করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো ওমানেও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে।

ভ্রমণ ভিসা পেতে অবশ্যই আগে থেকেই হোটেল বরাদ্দ নিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য বীমা এবং ফিরতি টিকিট কাটা থাকার শর্ত সাপেক্ষেই মিলবে দেশটিতে প্রবেশের অনুমোদন। ওমানের রয়েল পুলিশ এক টুইট বার্তায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।গেল সপ্তাহে দেশটির সরকার জানায়, করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ভ্রমণ ভিসা পুনরায় চালু করা হবে। গেল ১ অক্টোবর নিজ দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দেয় ওমান। একইসঙ্গে শ্রমিক ভিসা পুনরায় চালু করে।

নানা কারণে বিগত কয়েকমাস ধরেই রাজস্ব ঘাটতিতে পড়েছে মুসলিম রাষ্ট্রটি। এতে অনেক শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন। করোনার সংক্রমণ এড়াতে বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। এতে প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। পরিস্থিতি স্বাভাবিক করতেই নানা উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer