Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৫ মে ২০২১

প্রিন্ট:

বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত রোববার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জারি করা চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হবে রোববার। এর মধ্যে গত বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়তে পারে।

শনিবার গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে বিধিনিষেধ দিয়েছিল সরকার। তবে তা ফলপ্রসূ না হওয়ায় পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় সেই বিধিনিষেধ।

এ বিধিনিষেধ কার্যকরে ১৩ দফা নির্দেশনা দেয় সরকার। এরপর তা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer