Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি কমল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ৩০ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি কমল

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এই ফি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, আগে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা ছিল। এখন তা কমিয়ে ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ফি কার্যকর হবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি কমানোর কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer