Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ১৬ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

ঢাকা : বাংলাদেশের মহান বিজয় দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সোমবার সকাল থেকেই স্মৃতিসৌধ চত্বরে ফুল হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে ৬টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

রাষ্ট্র ও সরকার প্রধানের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer