Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদেরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১৬ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদেরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ৪৮ তম বিজয় দিবস উপলক্ষ্যে সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যান্য বছরগুলোর মত প্রধানমন্ত্রী ফুল, ফলমূল এবং মিষ্টান্ন রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রেরণ করেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এসএম খুরশীদ-উল-আলমের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাবৃন্দ যুদ্ধাহত মুক্তিযেদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।
মুক্তিযোদ্ধারা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং ১ লা বৈশাখ বাংলা নববর্ষের দিনে তাঁদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

তাঁরা এ সময় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর ১৩তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবনটি নির্মাণ করে দেয়ার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুক্তিযোদ্ধাগণ এবং তাঁদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।এই ভবনটিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের ৮০টি পরিবারের জন্য আবাসিক ফ্লাট ও দোকান রয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer