Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিজেপিতে যোগ দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮, ২৫ জুন ২০১৯

প্রিন্ট:

বিজেপিতে যোগ দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। সোমবার পার্লামেন্ট হাউসে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে জয়শংকর বিজেপিতে যোগ দেন। 

ভারতের পররাষ্ট্র সার্ভিসের ১৯৭৭ ব্যাচের কর্মকর্তা এস জয়শংকর এর আগে প্রধানমন্ত্রী মোদির প্রথমবারের শাসনামলে তিন বছরের জন্য পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৮ সালে অবসরে যান। ২০১৫ সালের জানুয়ারিতে সুজাতা সিংকে বাদ দিয়ে জয়শংকরকে স্থলাভিষিক্ত করা হয়। অবসরের পর জয়শংকর টাটা গ্রুপের আন্তর্জাতিক বিষয়ের প্রেসিডেন্ট পদে বসেন।

ধারণা করা হচ্ছে, বিজেপি জয়শংকরকে রাজ্যসভার গুজরাট আসন থেকে প্রার্থী করতে পারে। উল্লেখ্য, শপথের ছয় মাসের মধ্যে জয়শংকরকে পার্লামেন্টের সদস্য হতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer