Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বিকেলে মেয়রের দায়িত্ব নিচ্ছেন তালুকতার আব্দুল খালেক

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

প্রকাশিত: ১১:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিকেলে মেয়রের দায়িত্ব নিচ্ছেন তালুকতার আব্দুল খালেক

খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার নগরপিতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বেলা ৩টায় কেসিসির নবনির্বাচিত মেয়র এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনি নবনির্বাচিত মেয়র তালুকতার আব্দুল খালেকের কাছে দায়িত্বভার অর্পন করবেন।

সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির মেয়াদ পূর্ণ হবে একইদিনে। এবারই প্রথম কোন নির্বাচিত মেয়র পূর্ন মেয়াদ পুরণ শেষে নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন।

কেসিসি সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের নগর পিতার আসনে আসীনের অনুষ্ঠানে থাকবেন খুলনা ও বাগেরহাটসহ পার্শ্ববর্তী জেলার সংসদ সদস্য, বিভিন্ন সিটির মেয়রসহ আমন্ত্রিত ৪শ’ অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা।

২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান ৬০ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তিনি তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র আজমল আহমেদ তপনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৯ মে পর্যন্ত দায়িত্ব পালন শেষে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত মেয়র হন প্যানেল মেয়র আজমল আহমেদ তপন।

চলতি বছরের ১৫ মে কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন অনিয়মের কারণে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে গত ৩০ মে স্থগিত ওই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেসিসি নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

৫ জুলাই কেসিসির নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার ২ মাস ২০ দিন পর মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আওয়ামী লীগের এই নেতা। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন খুলনা সিটির নবনির্বাচিত ৪১ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।

খুলনা সিটি মেয়র হিসেবে সর্বপ্রথম মনোনীত মেয়র হিসেবে দায়িত্বপালন করেছেন ২৩ আগষ্ট ১৯৮৮ সাল থেকে ৯ ডিসেম্ব ১৯৯০ সাল পর্যন্ত কাজী আমিনুল হক। ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ২২ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন খুলনা বিভাগীয় কমিশনার এ কেএম ফজলুল হক মিয়া। ১৯৯১ সালের ২২ মে থেকে ১৯৯৩ সালের ২০ ডিসেম্বও পর্যন্ত মনোনীত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান। নির্বাচিত হয়ে ১৯৯৪ সালের ১০ মার্চ থেকে ২০০৭ সালের ১৯ নভেম্বও পর্যন্ত দীর্ঘ সময় মেয়র হিসেবে দায়িত্বপালন করেন অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান। ২০০৭ সালের ২০ নভেম্বও থেকে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বপালন করেন মনিরুজ্জামান মনি। পরে নির্বাচিত হয়ে তালুকদার আব্দুল খালেক ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৯ মে পর্যন্ত দায়িত্ব পালন শেষে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ৩০ জুন ২০১৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন আজমল আহমেদ তপন।

২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্বপালন করছেন মনিরুজ্জামান মনি। মাঝে ২০১৫ সালের ৩ নভেম্বর থেকে ২০১৬ সালের ২০ নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাষ। ওই সময়ে মনিরুজ্জামান মনি মামলায় কারাগারে আটক ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer