Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিএসএমএমইউ`র প্রতিবেদনকে ভুয়া : খালেদার আইনজীবী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১২ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বিএসএমএমইউ`র প্রতিবেদনকে ভুয়া : খালেদার আইনজীবী

ছবি- সংগৃহীত

ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনটিকে `ভুয়া` বলেছেন তাঁর আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার পর আদালতে জয়নুল আবেদীন এ মন্তব্য করেন।

আদালত সূত্র জানায়, সকাল ১০টা ১০ মিনিটে বিএসএমএমইউ`র প্রতিবেদনটি আদালতে জমা দেন রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। আপিল বিভাগের নির্দেশে এই প্রতিবেদন পাঠিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে মেডিক্যাল রিপোর্টটি উপস্থাপন করা হবে।

এর আগে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রিপোর্টে কী আছে সেটা তিনি জানেন না বলে জানান। উপাচার্য কালের কণ্ঠকে বলেন, ‘নির্দিষ্ট মেডিক্যাল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কয়েক দিন ধরে প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন সিলগালা করে আমাকে দেওয়া হয়। আমি শুধু সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে তা আদালতে পাঠিয়ে দিয়েছি।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer